স্বদেশ ডেস্ক
০৭ নভেম্বর ২০২৪, ০০:০০
নীলফামারীতে ইঁদুর নিধন অভিযানে সফল কৃষককে পুরস্কার দেওয়া হয় -যাযাদি
নীলফামারী ও মেহেরপুরের গাংনীতে ইঁদুর নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষের্ যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধির পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, 'ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই'-এ প্রতিপাদ্যে নীলফামারীতে মঙ্গলবার জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
সকাল সাড়ে ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী জেলা ও সদর উপজেলার আয়োজনে উপজেলা কৃষি অফিস হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপপরিচালক কৃষিবিদ ড. এস এম আবু বকর সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) শাহিনা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আতিক আহম্মেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মায়িশা মুছতারী ও মহসীন রেজা রুপম, ইঁদুর দমনে সফল কৃষক আব্দুল জলিল প্রমুখ। পরে জেলার তিনজন ইঁদুর দমনে সফল কৃষক আব্দুল জলিল, সাধন চন্দ্র ও নুর আলমকে পুরস্কৃত করা হয়।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, গাংনীতে ইঁদুর নিধন অভিযান উপলক্ষের্ যালি ও আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে বুধবারর্ যালি বের হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার এমরান হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস