স্টাফ রিপোর্টার, নীলফামারী
১০ অক্টোবর ২০২৩, ১৪:১১
নীলফামারী সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের কুন্দপুকুর ব্লকে 'ব্রি ধান-৭৫' জাতের আগাম আমন ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। বিঘা প্রতি ফলন পাওয়া যায় ১৬ দশমিক ৫ মন (৫.০ টন/হেক্টর)।
নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবু তালেব, মোঃ রশিদুল ইসলাম ও হাসনাত জাহান।
একাধিক কৃষক জানান, আগাম ধান কর্তন করতে পেরে তারা খুশি হয়েছে । এ বছর নীলফামারী সদর উপজেলায় রোপা আমন ধান চাষ হয়েছে ২৮ হাজার ২০৭ হেক্টর জমিতে এবং ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ১৭ হাজার ৯০৫ মেট্রিক টন।
যাযাদি/ এস
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS